বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

রিমান্ড বাতিল করে সুরভীকে জামিন দিলো আদালত

রিমান্ড বাতিল করে সুরভীকে জামিন দিলো আদালত

দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে তা বাতিল করে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভীকে জামিন দিয়েছেন আদালত। 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান বলেন, দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলেই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আসামির জামিন মঞ্জুর করা জয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’

এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুম থেকে তুলে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সুরভী একটি চাঁদাবাজি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।


অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।


এরপর আজ সকালে সুরভীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা নিঃশর্ত মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। 


বিক্ষোভকারীদের অভিযোগ, মিথ্যা চাঁদাবাজি মামলায় পরিকল্পিতভাবে সুরভীকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বয়সের বিষয়টি গোপন করে কারাগারে পাঠানো হয়।


সম্পাদক : অপূর্ব আহমেদ