টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটের মধ্যে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘জিও নিউজ’-এর খবর অনুযায়ী, শ্রীলঙ্কা যদি ভেন্যু দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান তাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহারের প্রস্তাব দেবে।
বিসিবি ও বিসিসিআই-এর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের সুযোগ নিয়ে পিসিবি জানিয়েছে, তারা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় আসর সফলভাবে আয়োজন করেছে। পাকিস্তান দাবি করছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের সব ভেন্যু পুরোপুরি প্রস্তুত। মূলত মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই ভেন্যু নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, যার জেরে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও বিসিবি আইসিসি-কে স্পষ্ট জানিয়েছে তারা ভারতে যাচ্ছে না। বাংলাদেশ এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করলেও পিসিবির এই নতুন প্রস্তাব ক্রিকেট বিশ্বে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানের লাহোর বা করাচিতে সরিয়ে নেওয়ার মতো সাহসী কোনো সিদ্ধান্ত নেয় কি না।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম


















