রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে তেলের টাকা না দিয়ে গাড়ি চালিয়ে পালানোর সময় এক কর্মচারীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কর্মচারীর নাম রিপন সাহা (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আবুল হাসেম সুজন (৫৩) এবং তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)। আবুল হাসেম সুজন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তিনি ২০১৯ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সুজনের ব্যক্তিগত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। তেলের মূল্য পরিশোধ না করে গাড়িটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে কর্মচারী রিপন সাহা দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ান। এ সময় চালক গাড়িটি রিপনের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে আবুল হাসেম সুজনকে তার নিজ বাড়ি থেকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সাবেক এই যুবদল নেতার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। গত ৩১ ডিসেম্বর হামলা ও লুটপাটের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছিল।
বিশেষ প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম




















