শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজশাহী ছড়া সংসদ পুরস্কার পেলেন পারভেজ বাবুল

রাজশাহী ছড়া সংসদ পুরস্কার পেলেন পারভেজ বাবুল

পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় রাজশাহী ছড়া সংসদ পদক পেলেন সাংবাদিক, কলামিস্ট, গবেষক পারভেজ বাবুল। 


ছড়া সাহিত্য, সংস্কৃতিচর্চা, এবং গুণিজন সম্মাননা উৎসব উপলক্ষ্যে রাজশাহী ছড়া সংসদ, রাজশাহী নগর ভবনে জাক-জমক পূর্ণঅনুষ্ঠানের মাধ্যমে দেশের বরণ্য ব্যক্তিদের সম্মাননার আয়োজন করে। 


অনুষ্ঠানে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণা পদক প্রদান করা হয়। 


পারভেজ বাবুল ইতি পূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সংবাদিকতায় পুরস্কার পেয়েছেন।


তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রচুর লিখেছেন এবং এখনো লিখছেন। তিনি ইংরেজিতে মূলধারার পত্রিকায় সমসাময়িক তিনশতাধিক প্রবন্ধ লিখেছেন। আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলেরএকটি লেখা পাঠ্য হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ