বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

ঢল-বৃষ্টিতে হবিগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত

ঢল-বৃষ্টিতে হবিগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যার পানি বাড়তে থাকায় উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল পর্যন্ত উপজেলার ২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।


জানা যায়, মঙ্গলবার থেকে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বাড়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে। এতে উপজেলার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন এলাকা, ৮টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।


চুনারুঘাট উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, ভারী বৃষ্টিপাতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পুরো উপজেলায় আরও ১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।


চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে চুনারুঘাটে পাহাড়ধস ও খোয়াই নদীর বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ও বন্যাকবলিত এলাকার বসবাসকারীদের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে।


//এলএইচ//



সম্পাদক : অপূর্ব আহমেদ