সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

এবার সুখবর দিলেন তাহসান

এবার সুখবর দিলেন তাহসান

নতুন গানের পাশাপাশি এবার পর্দায়ও নতুন রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানানোয় ব্যক্তিগত জীবনে কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও এবার তিনি নতুন সুখবর শোনালেন।


তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের খবর দেন। ২০২৫ সালের জানুয়ারিতে চার মাসের পরিচয়ে বিয়ে হয় তাদের। রোজা একজন অভিজ্ঞ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কেও তাঁর একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।


এর আগে তাহসানের প্রথম বিয়ে হয়েছিল ২০০৬ সালে অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে, তাদের ঘরে এসেছে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।


ব্যক্তিগত জীবনের এই ওঠাপড়ার মাঝেও তাহসান নতুন চমক নিয়ে আসছেন। তিনি এখন একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের পারিবারিক গেম শো’র সিজন-২ এর উপস্থাপক হিসেবে পর্দায় ফিরে আসবেন। তাহসান জানান, নতুন সিজনটি সত্যিই জমে উঠেছে। সারাদেশের ৬৪ জেলা থেকে প্রশ্নগুলোর সার্ভে নেওয়া হওয়ায় শোটি মজার ও চমকপ্রদ হওয়ার পাশাপাশি দর্শকদের আরও আকৃষ্ট করবে।


তাহসান সংগীত ও অভিনয় দুটো মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে। নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বড়পর্দায়ও জুটি হয়ে অভিনয় করেছেন। এবার নতুন এই টেলিভিশন শো’র মাধ্যমে তাহসানের পর্দায় ফেরার অপেক্ষায় তার ভক্তরা।


সম্পাদক : অপূর্ব আহমেদ