বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

ফেনীর বন্যায় মৃত বেড়ে ২৩

ফেনীর বন্যায় মৃত বেড়ে ২৩

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতির পর খাল-বিলে ও বিভিন্ন স্থানে ভেসে আসছে মরদেহ। বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফেনীতে বন্যায় নিহতদের মাঝে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। উদ্ধারকৃত মরদেহের ১৬ জনের পরিচয় পাওয়া গেলেও এখনও শনাক্ত করা যায়নি ৭ মরদেহ।

উদ্ধারকৃত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ৩ জন, দাগনভূঞা উপজেলায় ২ জন, ফুলগাজী উপজেলায় ৭ জন, সোনাগাজী উপজেলায় ৬ জন, ছাগলনাইয়া উপজেলায় ৩ জন ও পরশুরাম উপজেলায় ২ জন রয়েছেন। অজ্ঞাত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ২ জন মাঝ বয়সী পুরুষ, সোনাগাজী উপজেলায় ৪ অজ্ঞাত মরদেহের মাঝে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এ ছাড়াও ছাগলনাইয়া উপজেলার শিলুয়া থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় মেলেনি।

স্থানীয়দের ভাষ্যমতে, ফেনীতে বন্যায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। যাদের মাঝে অনেকেরই মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বলে মনে করছেন স্বজন ও প্রতিবেশীরা।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ফেনীর গ্রামগঞ্জে এখনো পানি পুরোপুরি নামেনি। পানি পুরোপুরি নামার পর বন্যায় নিহতের পরিপূর্ণ সংখ্যা জানা যাবে।

//এলএইচ//

সম্পাদক : অপূর্ব আহমেদ