মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অবশেষে ঢালিউডে মেঘলার অভিষেক

চিত্র নায়িকা মেঘলা মুক্তা -ফাইল ছবি

বাংলাদেশের মেয়ে হয়েও নায়িকা হিসেবে মেঘলা মুক্তার অভিষেক ও পরিচিতি গড়ে উঠেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। বেশ আগেই ভারতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’।

এবার নায়িকা হিসেবে ঢালিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন এ নায়িকা। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।

নির্মাতা বলেন, ‘আমি চেষ্টা করি পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করার। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।’ 

ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের ছবি এটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। এবারই প্রথম ঢাকাই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা।

তিনি বললেন, ‘তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছি। এবার ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে আমার। কাজটি নিয়ে আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি।’ 

মেঘলা মুক্তা জানান, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। বললেন, ‘সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে এই সিনেমায়।’

মেঘলা মুক্তা ছাড়াও এতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ। মেঘলা মুক্তা সম্প্রতি শেষ করেছেন সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠ গোলাপ’ নামের একটি সিনেমা। কথা চলছে ভারতের একাধিক প্রজেক্টেও।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন