সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায় বাংলাবাজার পত্রিকা.কম শরীরের রোগ প্রতিরোধে ও সুরক্ষায় ‘গোল্ডেন মিল্ক’ বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই বাংলাবাজার পত্রিকা.কম নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাবাজার পত্রিকা.কম সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম কঠোর হস্তে দুর্নীতি দমনের ঘোষণা তারেক রহমানের বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার প্রকাশ্য বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম হেভিওয়েট রাজনীতির অবসান হবে: সারজিস আলম বাংলাবাজার পত্রিকা.কম ‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

মেহেবুব হকের প্রেমের কবিতা 'ওগো সখি'

মেহেবুব হকের প্রেমের কবিতা 'ওগো সখি'

ওগো সখি,
এ জগত কেবলই প্রেমময়, করেছি পণ
কাটাব তোমার সনে তিমির রাত্রি নির্ভয়।
বেঁধেছ তুমি মম হৃদয় তুষার-শুভ্র মমতায়
ষোল কলায় পূর্ণ মানবী তুমি অপরূপা নির্দ্বিধায়।
ওগো সখি,
জানিনা আমি ভালবাসা কারে কয়,
তব সঙ্গে হৃদয়ে নৃত্যে কে যেন বাঁশি বাজায়।
তবে কি হয়েছে মন চুরি কে জানে ,কবে যে
হারিয়েছি আমি ঐ আকশের দূর নীলিমায়।
ওগো সখি,
এ জগত কি শুধুই যাতনাময়, হৃদয়ে ক্ষত
কেমনে সারাবো, কোথায় পাব সেফা বল আমায়।
যার সনে মিশলে অনুভব করি স্বর্গ, সেইতো করবে
আরোগ্য আমায়, হবে আমার ভুবন শুধুই আলোকময়।

সম্পাদক : অপূর্ব আহমেদ