বুধবার, ১৫ মে, ২০২৪

ইরাক থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো সুইডেন

ইরাক থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো সুইডেন

দূতাবাসে হামলার ঘটনায় ইরাকের বাগদাদ থেকে দূতাবাসের কর্মী ও কার্যক্রম সাময়িক সরিয়ে নিয়েছে সুইডেন। শুক্রবার নিরাপত্তাজনিত কারণে  দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুইডশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সব কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্টকহোমে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে আর কোন কথা বলেননি তিনি।

এর আগে দূতাবাসে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম এক বিবৃতিতে বলেছিলেন, যা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই।

স্টকহোমে কোরআন পোড়ানোর অনুমতি দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে হামলা চালায় কয়েক শ’ ইরাকি নাগরিক। তারা দূতাবাসে আগুন দেয়। ইরাক সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করেছে।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন