সঞ্চয়ের টাকা দ্বিগুণ করতে বিভিন্ন স্কিম দিচ্ছে দেশের ব্যাংকগুলো। সাধারণত এসব স্কিমে দুটি ব্যবস্থা দেখা যায়। একটি ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু টাকা জমা দেওয়ার পাশাপাশি মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয়। অন্য ক্ষেত্রে শুধু এককালীন জমা দেওয়া অর্থ নির্দিষ্ট সময় পর দ্বিগুণ হয়ে যায়। তবে বড় অঙ্কের এককালীন টাকা জমা দেওয়া অনেক গ্রাহকের পক্ষে সম্ভব হয় না।
এ ধরনের গ্রাহকদের কথা বিবেচনায় রেখে এনসিসি ব্যাংক চালু করেছে মাসিক ডিপিএস ও প্রাথমিক জমার সমন্বিত ‘ডাবল বেনিফিট স্কিম’। এ স্কিমে গ্রাহককে প্রথমে এককালীন কিছু টাকা জমা দিতে হবে। এরপর নির্ধারিত মেয়াদে মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের কিস্তি পরিশোধ করলে মেয়াদ শেষে সেই প্রাথমিক জমা অর্থ দ্বিগুণ হয়ে যাবে।
এনসিসি ব্যাংক দুই বছর থেকে ছয় বছর মেয়াদে এই স্কিম দিচ্ছে। ব্যাংকটির ওয়েবসাইট অনুযায়ী, এ স্কিমে বার্ষিক সুদের হার ১০ শতাংশ। প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে।
ব্যাংকের তথ্যমতে, কেউ যদি প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা জমা দেন, তাহলে দুই বছর মেয়াদে সেই টাকা দ্বিগুণ করতে মাসিক কিস্তি দিতে হবে ৭৩১ টাকা। তিন বছর মেয়াদে কিস্তি হবে ৩৮৭ টাকা, চার বছর মেয়াদে ২১৬ টাকা, পাঁচ বছর মেয়াদে ১১৪ টাকা এবং ছয় বছর মেয়াদে মাসিক কিস্তি দিতে হবে ৪৭ টাকা।
প্রাথমিক জমা ৫০ হাজার টাকা হলে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি দিতে হবে ১ হাজার ৪৬২ টাকা। তিন বছর মেয়াদে ৭৭৪ টাকা, চার বছর মেয়াদে ৪৩২ টাকা, পাঁচ বছর মেয়াদে ২২৮ টাকা এবং ছয় বছর মেয়াদে ৯৩ টাকা।
একইভাবে প্রাথমিক জমা এক লাখ টাকা হলে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি হবে ২ হাজার ৯২৪ টাকা। তিন বছর মেয়াদে ১ হাজার ৫৪৮ টাকা, চার বছর মেয়াদে ৮৬৩ টাকা, পাঁচ বছর মেয়াদে ৪৫৫ টাকা এবং ছয় বছর মেয়াদে ১৮৫ টাকা।
দুই লাখ টাকা প্রাথমিক জমার ক্ষেত্রে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি দিতে হবে ৫ হাজার ৮৪৭ টাকা। তিন বছর মেয়াদে ৩ হাজার ৯৬ টাকা, চার বছর মেয়াদে ১ হাজার ৭২৫ টাকা, পাঁচ বছর মেয়াদে ৯০৯ টাকা এবং ছয় বছর মেয়াদে ৩৬৯ টাকা।
প্রাথমিক জমা পাঁচ লাখ টাকা হলে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি হবে ১৪ হাজার ৬১৮ টাকা। তিন বছর মেয়াদে ৭ হাজার ৭৩৬ টাকা, চার বছর মেয়াদে ৪ হাজার ৩১৩ টাকা, পাঁচ বছর মেয়াদে ২ হাজার ২৭২ টাকা এবং ছয় বছর মেয়াদে ৯২২ টাকা।
আর প্রাথমিক জমা ১০ লাখ টাকা হলে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি দিতে হবে ২৯ হাজার ২৩৬ টাকা। তিন বছর মেয়াদে ১৫ হাজার ৪৭২ টাকা, চার বছর মেয়াদে ৮ হাজার ৬২৫ টাকা, পাঁচ বছর মেয়াদে ৪ হাজার ৫৪৩ টাকা এবং ছয় বছর মেয়াদে ১ হাজার ৮৪৪ টাকা।
২০ লাখ টাকা প্রাথমিক জমার ক্ষেত্রে দুই বছর মেয়াদে মাসিক কিস্তি হবে ৫৮ হাজার ৪৭০ টাকা। তিন বছর মেয়াদে ৩০ হাজার ৯৪৪ টাকা, চার বছর মেয়াদে ১৭ হাজার ২৪৯ টাকা এবং পাঁচ বছর মেয়াদে ৩ হাজার ৬৮৮ টাকা।
এই স্কিমে গ্রাহক চাইলে একাধিক হিসাব খুলতে পারবেন। কিস্তি জমা দিতে সশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। সংযুক্ত সঞ্চয়ী হিসাবের মাধ্যমে কিস্তি জমা দেওয়া যাবে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাবের স্থিতি দেখা যাবে।
হিসাব খুলতে প্রয়োজন হবে গ্রাহকের ছবি ও জাতীয় পরিচয়পত্র, নমিনির ছবি ও এনআইডি, একই ব্যাংকে হিসাব আছে এমন একজন পরিচয়দানকারী এবং একটি জরুরি যোগাযোগ ব্যক্তির তথ্য। নির্ধারিত ফরমে প্রয়োজনীয় সব স্বাক্ষর প্রদান করতে হবে।
ব্যাংক কর্মকর্তারা মনে করছেন, অনিশ্চিত ভবিষ্যৎ ও সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ও পরিকল্পিতভাবে সঞ্চয় করা গেলে ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















