বুধবার, ১৫ মে, ২০২৪

পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ১৪৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ১৪৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ১৪৮ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৩ শিশু'র কোনও অভিভাবক পাওয়া যায়নি। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের (আইএনএম) তথ্যনুযায়ী, শুক্রবার যখন অভিবাসনপ্রত্যাশীদের পাওয়া যায় তখন এলাকাটিতে প্রচণ্ড তাপামাত্রা ছিল। ১৪৮ জনকে উদ্ধার করেছে আইএনএম। তারা সেখানে ঠাসা অবস্থায় ছিল। মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া যায়। ওই ট্রাকের চালককে এখনও পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সে তাদের ফেলেই পালিয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারের পর তাদের মেক্সিকোর ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংঘাত, ক্ষুধা ও দারিদ্রতার কারণে এই অঞ্চলটির বাসিন্দারা উন্নত জীবনের আশায় মার্কিন ভূখণ্ডে অবৈধ প্রবেশের চেষ্টা চালায় ভেরাক্রজ রাজ্যের পথ ধরে। দালালের মাধ্যমে কার্ভাডভ্যান ও লরিতে করে উন্নত দেশে ঢুকতে গিয়ে প্রাণহানির তালিকা দীর্ঘ হচ্ছে। সূত্র: সিএনএন

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন