বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

গরমে সর্দি-কাশি-ঠান্ডার সমস্যায় সুস্থ থাকার উপায়

গরমে সর্দি-কাশি-ঠান্ডার সমস্যায় সুস্থ থাকার উপায়

দেশ জুড়ে বইছে গরম হাওয়া। গরমে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীরা সর্দি, কাশি ও ঠান্ডাজনিত নানা রোগে ভুগছেন। এর মূল কারণ রোদ থেকে বাড়ি ফিরেই ফ্রিজের ঠান্ডা পানি পান, সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকা, দিনে ২-৩ বার গোসল করার মতো কিছু অভ্যাস। যা বাড়িয়ে তুলছে সর্দি-কাশির সমস্যা। তাছাড়া ঘাম বসেও ভুগতে হচ্ছে জ্বর-সর্দিতে। গরমের মধ্যে সর্দি-কাশির সমস্যাকে অবহেলা করলে আরও মুশকিলে পড়বেন। এসব সমস্যা দেখা দিলে ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারেন। এজন্য কিছু ঘরোয়া টোটকা সাহায্য নিন। 


রসুন

ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পেতে রসুন ব্যবহার করুন। গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও মধুর সঙ্গে রসুন মিশিয়ে খান। এই মিশ্রণের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা সর্দি-কাশির সমস্যা কমাবে। তবে, গরমে খুব বেশি এই মিশ্রণ খাবেন না, এতে শরীরের তাপমাত্রা বাড়তে পারে।


আদা

গরমে সর্দি-কাশির সমস্যা দূর করার পাশাপাশি বদহজমের সমস্যাও দূর করবে আদা। আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা জ্বর-সর্দি থেকে মুক্তি দিতে পারে। আদার রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খান। কাশি থেকে দ্রুত রেহাই পেতে আদা দিয়ে চা খেতে পারেন। আদা চায়ে লেবুর রস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন।

দারুচিনি

সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক দারুচিনি। ভাইরাস ঘটিত সংক্রমণের হাত থেকে শরীর থেকে রক্ষা করে দারুচিনি। ২ কাপ পানিতে দারুচিনি ভালো করে ফুটিয়ে নিন। এতে মধু মিশিয়ে খান। এতে বুকে জমে থাকা কফ বেরিয়ে যাবে।


পেঁয়াজ

গরমের হাত থেকে বাঁচতে রোজ কাঁচা পেঁয়াজ খাচ্ছেন? এবার সর্দি-কাশির হাত থেকে মুক্তি পেতেও পেঁয়াজের সাহায্য নিন। পেঁয়াজ শরীর থেকে টক্সিন বের করে দেয়। পাশাপাশি উইন্ডপাইপে উপস্থিত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। কাঁচা পেঁয়াজ মধু মিশিয়ে সারারাত রেখে দিন। এই মিশ্রণ থেকে যে তরল বের হবে সেটা খেলে দুর্দান্ত উপকার পাবেন।


তুলসি পাতা

তুলসি পাতা চিবিয়ে খাওয়ার মতো ভালো জিনিস কিছু নেই। কাশি থেকে মুক্তি দেয় তুলসি পাতা। বন্ধ নাকের সমস্যাতেও কাজে আসে এই ভেষজ উপাদান। তুলসি পাতায় থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ঠান্ডা লাগাকে দূর করে। গরম পাসির সঙ্গে তুলসি পাতা ফুটিয়ে নিন। এতে মধু মিশিয়ে পান করুন।

সম্পাদক : অপূর্ব আহমেদ