সোমবার, ১৯ মে, ২০২৫

বিশ্বে সবচেয়ে গরম এখন কোথায়?

বিশ্বে সবচেয়ে গরম এখন কোথায়?

পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চলগুলোর তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে মিশর। গত ২৪ ঘণ্টার আবহাওয়া তথ্য অনুযায়ী, মিশরের এল খারগা এবং সাউথ ভ্যালি ইউনিভার্সিটিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ।

এর ঠিক পরেই রয়েছে লুক্সর শহর, যেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রিতে।

তবে শুধু মিশরই নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চলছে প্রচণ্ড গরম। ইরাকের মাইসান প্রদেশের আলি আল-ঘারবি শহরে তাপমাত্রা উঠেছে ৪৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। মাইসানের রাজধানী আমারাহ রেকর্ড করেছে ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তালিকার সপ্তম স্থানে।

তালিকায় আরও রয়েছে সৌদি আরব, ওমান, পাকিস্তান, ভারত ও ইরান। সব জায়গায়ই তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরে।


ক্যালিফোর্নিয়ার প্ল্যাসারভিল ওয়েদার স্টেশনের তথ্য অনুযায়ী, এই গরম দক্ষিণ ও মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার একটি বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে।

সম্পাদক : অপূর্ব আহমেদ