বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা পেল ১৭০ যাত্রী

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা পেল ১৭০ যাত্রী

কাশ্মীরগামী ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বিমানটি বুধবার (২১ মে) দেশটির রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ঝড়ের তীব্রতায় বিমানের ‘নাক’ অংশ ভেঙে যায়। যদিও বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হলেও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পাইলট ও ক্রুরা নিয়মমাফিক প্রটোকল অনুসরণ করেন এবং পরে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। আপাতত বিমানটি গ্রাউন্ডে রাখা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার পরই পুনরায় উড্ডয়নের অনুমতি দেয়া হবে।

ঘটনাটিকে “সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা” বলে উল্লেখ করেন যাত্রী ওয়াইস মাকবুল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতর আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং প্রার্থনায় মগ্ন রয়েছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ