বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

চক্ষু ইনস্টিটিউটের থমথমে পরিবেশ: জুলাই যোদ্ধাদের দখলে , সেবা বন্ধ

চক্ষু ইনস্টিটিউটের থমথমে পরিবেশ: জুলাই যোদ্ধাদের দখলে , সেবা বন্ধ

চক্ষু ইনস্টিটিউটে পিনপতন নীরবতা: দখলে জুলাই যোদ্ধারা, সেবা বন্ধ


চক্ষু ইনস্টিটিউট দখলে জুলাই যোদ্ধারা, সেবা বন্ধ


 চক্ষু ইনস্টিটিউটে থমথমে পরিবেশ: খলে জুলাই যোদ্ধারা, সেবা বন্ধ

প্রযুক্তি ডেস্ক 

ধর্ম ডেস্ক

বিনোদন ডেস্ক 

প্রবাস ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক 

নেত্রকোণা প্রতিনিধি

চাকরি ডেস্ক

স্পোর্টস ডেস্ক   

ডেস্ক নিউজ:  

আন্তর্জাতিক ডেস্ক 

নিজস্ব প্রতিবেদক 

নিয়মিত দিনে পাঁচ থেকে সাত হাজার মানুষের পদচারণায় সরগরম থাকা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে। মূল ফটকদ্বয় বন্ধ। চারপাশে থমথমে পরিবেশ। হাসপাতালের ভেতরে অলস সময় কাটাচ্ছে কিছু পুলিশ সদস্য। আর রোগী ও তাদের স্বজনরা বারবার ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে।


শনিবার (৩১ মে) সকালে সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা অনেকেই বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। স্বপন নামের একজন জানান, তিনি তার ছেলে আলামিনকে চোখ দেখাতে নিয়ে এসেছিলেন, কিন্তু ফটক বন্ধ দেখে ফিরে গেছেন।


একই অভিজ্ঞতা রেখার (৬০)। এই হাসপাতালেই তার চোখের অপারেশন হয়েছে। গত বৃহস্পতিবার ফিরিয়ে দেওয়া হয়। আজ শনিবারও এসেও ফিরে যেতে হয়েছে।


জানা গেছে, বর্তমানে হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ। হাসপাতালের ভেতরে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা। কেবল তাদের রান্নার কাজে নিয়োজিত দু-একজন লোক আছেন। চিকিৎসক, নার্স, বা অন্য কোনো স্টাফ এখন হাসপাতালে নেই।

ঘটনার সূত্রপাত গত বুধবার। সেদিন নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযোগ রয়েছে, তখনই হামলা চালান হাসপাতালে অবস্থানরত জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। এতে ১৫ জন স্টাফ আহত হন, যাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। ঘটনার পর আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান চিকিৎসক ও কর্মচারীরা।

এরপর থেকেই হাসপাতালটির নিয়ন্ত্রণ রয়েছে আহত জুলাই যোদ্ধাদের হাতে। ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের চিকিৎসাসেবা। ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী।

সম্পাদক : অপূর্ব আহমেদ