সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (১৬ জুন) রাতে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি সংক্ষিপ্ত ঘোষণায় জানায়, "রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।"

হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এই হামলার কিছু সময় আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছিলেন, “ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে।” তিনি আরও জানান, তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই হামলা চালানো হয়।

এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রচারকেন্দ্রটি ইরানের রাষ্ট্রীয় প্রচারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এটি ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ