বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?

বর্তমানে থাইরয়েড সমস্যা ঘরে ঘরে পরিচিত এক শারীরিক জটিলতা। তরুণ-তরুণী থেকে শুরু করে শিশু-কিশোররাও হরমোনজনিত এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আয়োডিনের অভাব, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা অন্যান্য শারীরিক কারণেও থাইরয়েড দেখা দিতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে মূলত দুই ধরনের থাইরয়েড সমস্যা আছে— হাইপারথাইরয়ডিজম (হরমোন বেশি) ও হাইপোথাইরয়ডিজম (হরমোন কম)। এদের কিছু সাধারণ উপসর্গ আছে, যেগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে বোঝা যেতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা।

উপসর্গগুলো হলো:


১. গলা ফুলে যাওয়া বা নিচের দিকে ঝুলে পড়া  

২. অতিরিক্ত গরম লাগা, হাত-পা ঘেমে যাওয়া  

৩. খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া  

৪. ঘন ঘন পায়খানা হওয়া  

৫. ক্লান্তি ও অবসাদগ্রস্ততা  

৬. চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা  

৭. ওজন বাড়া বা কমা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া  

৮. বন্ধ্যত্ব বা গর্ভপাতের ঝুঁকি  

৯. দীর্ঘমেয়াদি বিষণ্নতা  

১০. ক্লান্তিবোধ, পেশিতে ব্যথা, চোখে সমস্যা  


উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা (TSH, T3, T4) করে নিশ্চিত হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সম্পাদক : অপূর্ব আহমেদ