মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী কিশোর এবং অপরজন ৪৮ বছর বয়সী একজন নারী।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯৫ জন। এর মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৭৪ জন, ঢাকা মহানগরে ৬০ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৮ জন। এর মধ্যে ২০ জন পুরুষ এবং ১৮ জন নারী। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৬৫ জন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ