বুধবার, ২ জুলাই, ২০২৫

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-এর তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার পরিকল্পনার ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালের শুরু থেকে ইউএসএইডের বাজেট কমিয়ে "অপ্রয়োজনীয় ব্যয় কমানোর" নীতি গ্রহণ করেছে। তবে মানবাধিকার সংগঠন ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই তহবিল দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থার জন্য অপরিহার্য ছিল, বিশেষ করে আফ্রিকায়।

গবেষণায় বলা হয়েছে, গত দুই দশকে ইউএসএইড-সমর্থিত কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় ৯ কোটি ১০ লাখ মানুষের জীবন বাঁচানো হয়েছে, যার মধ্যে ৩ কোটি শিশু রয়েছে। বর্তমান বাজেট কাটছাঁট ও সংস্থাটির কার্যক্রম সংকুচিত হলে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে, যার মধ্যে ৪৫ লাখের বেশি হবে পাঁচ বছরের কম বয়সী শিশু।

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মানবিক তহবিলের ৩৮ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান। গত বছর দেশটি ৬১ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি বরাদ্দ ছিল ইউএসএইডের মাধ্যমে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মার্চে জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন ইউএসএইডের ৮০ শতাংশ কর্মসূচি বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট প্রোগ্রামগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে চালানো হবে।

দ্য ল্যানসেট-এর গবেষকরা সতর্ক করে বলেছেন, "যদি এই বাজেট কাটছাঁট অব্যাহত থাকে এবং পূর্বের সহায়তা পুনরুদ্ধার না হয়, তবে ২০৩০ সাল নাগাদ ব্যাপক মাত্রায় প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটবে।"

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিশ্বের ৫০টির বেশি দেশে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ