শনিবার, ২৬ জুলাই, ২০২৫

চলে গেলো দগ্ধ শিশু আয়মানও, মৃত্যু বেড়ে ৩২

চলে গেলো দগ্ধ শিশু আয়মানও, মৃত্যু বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু আয়মান (১০) মারা গেছে। ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে আয়মান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে আয়মান মারা যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

এর আগে, বৃহস্পতিবার রাতে এক নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আয়মানের মৃত্যুর পর এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন, এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।

সম্পাদক : অপূর্ব আহমেদ