মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প

পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক আয়োজনের জন্য স্থান নির্ধারণে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেন ট্রাম্প। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান বলে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব।

ট্রাম্প আরও জানান, আজকের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইউরোপের বিভিন্ন দেশ এ প্রক্রিয়ায় অংশ নেবে।

এর আগে, প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বলেছেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।  


এ সময় মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করেন- যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হবে কি না? জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে, আপনার যুদ্ধবিরতি দরকার। এটা হলো ভালো। কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয়। কৌশলগত কারণে একটি দেশ বা অন্য দেশটি যুদ্ধবিরতি নাও চাইতে পারে। 


এর আগে, গত শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘণ্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। ওই বৈঠকে কীভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের ইতি টানতে পারে।    

সম্পাদক : অপূর্ব আহমেদ