ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দুপুরে ভিড় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী স্বপা আক্তার বলেন, সকাল সকাল ভোট দিয়ে নিজের দায়িত্ব থেকে মুক্তি চাচ্ছি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তেছে। আগে এসে ভোট দেওয়া ভালো। ঝামেলা বা ভিড় হলে হয়ত পরে সমস্যা হতো। এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট দিতে পারছি।
দীর্ঘ সাড়ে ছয় বছর পর এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে যোগ্য প্রার্থী বেছে নিতে উচ্ছ্বসিত।
নির্বাচন কমিশন সূত্রমতে, ডাকসুর এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট।