বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম মেসির সফরে বিশৃঙ্খলার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম 'মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না' বাংলাবাজার পত্রিকা.কম স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি: এ্যানি বাংলাবাজার পত্রিকা.কম রিমান্ড শুনানিতে মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড দামে মুস্তাফিজ দল পেলেও অবিক্রীত তাসকিন বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ বাংলাবাজার পত্রিকা.কম 'যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী' বাংলাবাজার পত্রিকা.কম পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল বাংলাবাজার পত্রিকা.কম নতুন মুক্তিযোদ্ধা ৮৪, মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম বাংলাবাজার পত্রিকা.কম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল

পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল

পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় সাউথ এশিয়া হিউমান রাইটস ফাউন্ডেশন পদক পেলেন সাংবাদিক, কলামিস্ট, গবেষক পারভেজ বাবুল। 


আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫  উপলক্ষে এশিয়া হিউম্যান রাইস ফাউন্ডেশন ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বরণ্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করে। 


মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করে।


উল্লেখ্য, পারভেজ বাবুল ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সংবাদিকতায় পুরস্কার পেয়েছেন।


জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি, পরিবেশ এবং নারী উন্নয়নকর্মী পারভেজ বাবুল। তার কলম কথা বলে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের। তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রচুর লিখেছেন এবং এখনো লিখছেন। 


তিনি ইংরেজিতে দ্য ডেইলি স্টার, ডেইলি অবজারভার, টাইমস অব বাংলাদেশ, ফিন্যানন্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন পত্রিকায় তিন শতাধিক প্রবন্ধ লিখেছেন।



আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলের একটি লেখা পাঠ্য হয়েছে; শিরোনাম ‘উম্যান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ’।

পারভেজ বাবুল একজন পরিবেশবান্ধব এবং নারীবান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তার লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১১টি।

সম্পাদক : অপূর্ব আহমেদ