অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তনকরেছেন।
রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটার তালিকায় এর আগে ড. ইউনূসের ঠিকানা ছিল মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স। এটি পরিবর্তন করে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানা দেওয়া হয়েছে। এটি গুলশান-২ এর অন্তর্ভূক্ত।
ড. ইউনূসের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ঠিকানা পরিবর্তনের আবেদন করেন।
উল্লেখ্য, যে ব্যক্তি যে এলাকার ভোটার, সে এলাকা থেকে তিনি যেকোনো নির্বাচনে ভোট দিতে পারেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















