বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ আসতে বাকি আছে প্রায় এক সপ্তাহ। সবাই প্রস্তুতি নিচ্ছে ঈদ উদযাপনের। তাই সাধারণ মানুষ যাতে ঈদের সামগ্রী কমমূল্যে ক্রয় করতে পারেন। সেই উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

ঈদ সামগ্রী বিতরণকালে তিনি বলেন, ঈদের আগে মানুষের জন্য কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদে সাধারণ মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে আমিনুল হক শামীম সাহেব এ উদ্যোগ গ্রহণ করেছেন। তার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞ। যারা এই সুবিধা নিচ্ছেন তারা খুবই আনন্দিত।

ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাড়িয়েছেন শামীম সাহেব। ঈদের আগে মানুষের খুবই উপকার হবে এই উদ্যোগে। 

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহ- সভাপতি শংকর সাহা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন,  মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন