শনিবার, ২৭ জুলাই, ২০২৪

এমপি আনারের বাড়িতে শোকার্ত মানুষের ঢল

এমপি আনারের বাড়িতে শোকার্ত মানুষের ঢল

ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়িতে শোকার্ত জনতার ঢল নেমেছে। বুধবার সকালে ভারতের কলকাতায় তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও কর্মী-সমর্থকরা। তারা এমপি আনারের বাড়ির সামনে সমবেত হন এবং শোক প্রকাশ করেন। এখন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে চাপা উদ্বেগ ও আতঙ্ক দেখা গেছে। তারা এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে নেতাকর্মীরা বলছেন, আমাদের প্রিয় নেতাকে আজ হারালাম। যা কালীগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

আনারের স্বজনরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজিম। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। যোগাযোগ বিচ্ছিন্ন হলে গত ১৯ মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তার স্বজনরা। এমপি আনোয়ারুল আজিমের তথ্য পেতে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন তারা।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এমপি আনারের মৃত্যুতে দলের ও দেশের অপূরণীয় ক্ষতি হলো। দু’দেশের (ভারত- বাংলাদেশ) তদন্ত দলকে দ্রুত সন্ত্রাসীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন