ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এলাকায় নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার আবেদনও করেছেন। অপর দিকে প্রথম ধাপে বিএনপি এই আসনে কোনো প্রার্থীর নাম প্রকাশ করেনি। ফলে বিশেষভাবে আলোচনা চলতে থাকে ঢাকা–১০ আসন নিয়ে।
তবে বিএনপি আজ আরও ৩৬টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণায়, ঢাকা–১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার বিকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, ধাপে ধাপে দলের প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে এবং প্রতিটি আসনে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মনোনয়ন দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শেখ রবিউল আলম দীর্ঘদিন ধরে রাজধানী এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় পর্যায়ে তাঁর প্রস্তুতি ও আগ্রহের বিষয়টি আলোচনায় ছিল, দলীয় মনোনয়ন চূড়ান্তভাবে রবিউল আলমের পক্ষেই গেছে বলে জানা গেছে।
দলটি জানিয়েছে, বাকি আসনগুলোর প্রার্থীও শিগ্গিরই ঘোষণা করা হবে এবং নির্বাচনের সমস্ত প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















