বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা বাংলাবাজার পত্রিকা.কম প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার বাংলাবাজার পত্রিকা.কম বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা বাংলাবাজার পত্রিকা.কম বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম অস্ট্রেলিয়ার ঘটনাকে ‘চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ আখ্যা তুলসী গ্যাবার্ডের বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা, তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম সোহেল রানা-হুমায়ূন ফরীদি-জসীমসহ যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখেছিলেন বাংলাবাজার পত্রিকা.কম স্নাতক পাসে নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা বাংলাবাজার পত্রিকা.কম কম পরিশ্রমে ওজন কমানোর কার্যকরী উপায়

কম পরিশ্রমে ওজন কমানোর কার্যকরী উপায়

কম পরিশ্রমে ওজন কমানোর কার্যকরী উপায়

দেখতে দেখতে শীত এসেই পড়েছে। হিমেল ঠান্ডা হাওয়া মানে নানারকম ভাজাপোড়া, মুখরোচক খাবার খাওয়ার উপযুক্ত সময়। সেসঙ্গে বিয়ের দাওয়াত, পিকনিক, নানা উৎসব তো লেগেই আছে। এতকিছুর ভিড়ে ওজন নিয়ন্ত্রণে রাখা অলীক স্বপ্ন বটে! 

তবে আপনি চাইলে কম পরিশ্রমে, সহজ কিছু নিয়ম মেনে মেনে কয়েকদিনের মধ্যেই ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। পরিমাণমতো খাবার খাওয়া, সময়মতো খাওয়া এবং নিয়ম মেনে শরীরচর্চা করার মাধ্যমে ওজন কমাতে পারবেন। কীভাবে? চলুন জানা যাক- 


১. দিনের শুরুতে ডিটক্স স্মুদি 

দিনের শুরু করুন অ্যাপেল সিডার ভিনেগার আর গ্রিন ডিটক্স স্মুদি দিয়ে। সবুজ আপেল, পালং শাক, আনারস, আদা, কলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই গ্রিন ডিটক্স স্মুদি। এই দুই পানীয়ের মি‌শ্রণ সকালের গ্যাসের সমস্যা কমাবে। সেসঙ্গে সারাদিন ভুলভাল খাওয়ার ইচ্ছাও কমাবে এই পানীয়। 


২. দুপুরের খাবার 

দুপুরে বেশি করে গোলমরিচ দেওয়া মাছ কিংবা মাংসের ঝোল, সঙ্গে অল্প ভাত খান। ভাতের পরিবর্তে আলুও খেতে পারেন। 


৩. ব্যায়াম করতেই হবে 

শীত পড়তেই অনেকে আলস্যের কারণে অনেকেই শরীরচর্চা করেন না। তবে ওজন কমাতে চাইলে সপ্তাহে ৫ দিন ৩৫-৪০ মিনিট কার্ডিও ব্যায়াম করতেই হবে।


৪. পর্যাপ্ত ঘুম 

ওজন কমাতে চাইলে মানসিক চাপ কমাতে হবে। খাবার আর শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুমও অত্যন্ত জরুরি।


৫. বিকেলের নাশতা 

বিকেলের দিকে খিদে পেলেই ভাজাভুজির দিকে মন চলে যায়। এক্ষেত্রে খিদে পেলেই আপেল, পেয়ারা, পেঁপের মতো লো ক্যালোরিযুক্ত ফল খেতে পারেন। মিষ্টি ফল খেলে পেট ও মন দুটোই ভরবে, আর শরীরে খুব বেশি ক্যালোরিও যাবে না।


৬. রাতে গ্রিন টি 

রাতের খাওয়া-দাওয়া শেষ করে এক কাপ গ্রিন টি খেতে হবে। এতে হজম ‌ভালো হবে আর রাতে মিষ্টি খাওয়ার প্রবণতাও কমবে।


সহজ এই ট্রিক্সগুলো কাজে লাগালে কম পরিশ্রমেই ওজন কমাতে পারবেন আপনি। 

সম্পাদক : অপূর্ব আহমেদ