বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কমলার গুণে সুস্থতা

কমলার গুণে সুস্থতা

শীতকালীন ফল কমলা শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর। নিয়মিত কমলা খেলে শরীর পায় নানা উপকার। ঋতু পরিবর্তনে সৃষ্ট বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

* ফ্লু, জ্বর, কাশি, সর্দি-ঠান্ডার মতো সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

* শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে কার্যকর ভূমিকা রাখে।

* ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি প্রতিরোধ করে।

* কমলায় থাকা লিমোনিন মুখ, ত্বক, ফুসফুস, স্তন, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

* শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায়।

* ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং ব্রণ প্রতিরোধে সহায়ক।

* প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

* ফ্লেভনয়েডস মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে।

* চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদযন্ত্র সুরক্ষায় সহায়তা করে।

* স্বাস্থ্য সচেতন থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় একটি কমলা রাখাই হতে পারে সহজ ও উপকারী অভ্যাস।

সম্পাদক : অপূর্ব আহমেদ