রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। রোবরার (২৮ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, কিছু সময় আগে এনসিপির সাথে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি।


জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।


জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।


নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।


সম্পাদক : অপূর্ব আহমেদ