বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মায়ের জানাজায় তারেক রহমান

মায়ের জানাজায় তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। এ ছাড়া জানাজায় অংশ নিয়েছে লাখো মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা সম্পন্ন হয়।


এর আগে খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নিয়ে আসা হয়।

রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার শুরুতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত তুলে ধরেন।


সম্পাদক : অপূর্ব আহমেদ