বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। দেড় যুগেরও বেশি সময় ধরে প্রবাসে থাকা তারেক রহমানের শারীরিক অবস্থা এবং দেশ ও গণতন্ত্রের প্রতি তার নিষ্ঠার কথা উল্লেখ করে চয়ন একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।
ফেসবুক পোস্টে তারিক চয়ন লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে দুইবার সামনাসামনি দেখা হলো, কথা হলো। গত রাতেও একবার দেখা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ প্রবাস জীবন এবং বৈরী আবহাওয়ার কারণে তার শরীর কিছুটা প্রতিকূল অবস্থায় থাকলেও তিনি অত্যন্ত দৃঢ়চেতা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এই কূটনীতিক।
তারিক চয়ন তার পোস্টে আরও উল্লেখ করেন যে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের রোষানলে পড়ে তারেক রহমান তার ভাই ও মাকে হারিয়েছেন। শোকাতুর এই মানুষটিকে যেন আল্লাহ ধৈর্য ধরার শক্তি দান করেন, সেই প্রার্থনাও জানান তিনি। এর আগে গত ৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন তারিক চয়ন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















