মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা জোরদারের লক্ষ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এখন চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে গণমাধ্যমকর্মীদের জন্যে। জবাবদিহি বা ন্যায়বিচারের সুযোগ ছাড়াই দেশের বিভিন্ন প্রান্তে গণমাধ্যমকর্মীরা হয়রানি, সহিংসতা, মিথ্যা মামলা, সেন্সরশিপসহ নানা বাধার মুখোমুখি হচ্ছেন। 

এই পরিস্থিতি মোকাবিলায়, মতপ্রকাশের স্বাধীনতা জোরদার করার লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ২৬ জানুয়ারি ঢাকায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন টাস্কফোর্সের’ সদস্যদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে।  


আলোচনায় সদস্যরা সকল অংশীজনের সমন্বয়ের ওপর জোর দেন এবং বর্তমান পরিস্থিতির বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  


ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম যে অতীতের মতপ্রকাশের বাধাগুলো দূর হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা নিয়মিত মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বাধাগুলোর একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পারি। একই সঙ্গে আমরা আমাদের সমন্বিত আওয়াজ অব্যাহত রাখব যেন কেউ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”  

সভায় মু্শাররাত মাহেরা, ভয়েসের উপ পরিচালক, গত বছর নভেম্বর থেকে বর্তমান পর্যন্ত মিডিয়া মনিটরিংয়ের তথ্য তুলে ধরে বলেন, “সঠিক আইনের প্রয়োগ না থাকার কারণে, মানবাধিকার পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। এই টাস্কফোর্সের মাধ্যমে আমরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যা মতপ্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” 

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, জেষ্ঠ্য সাংবাদিক সুলতান মাহমুদ, অধিকারকর্মী ডালিয়া চাকমা, সারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, শিক্ষাবিদ আফরোজা সোমা ও প্রমুখ।

অংশগ্রহণকারীরা আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, সাংবাদিকদের ওপর সহিংসতা এবং রাজনৈতিকভাবে প্ররোচিত বা মিথ্যা মামলা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আলোকপাত করেন। সদস্যরা সকলেই অধিকার আদায়ের জন্যে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 




সম্পাদক : অপূর্ব আহমেদ