বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

ভারতে ব্রডব্যান্ড ব্যবহার করছে ৮০০ মিলিয়নেরও বেশি মানুষ

ভারতে ব্রডব্যান্ড ব্যবহার করছে ৮০০ মিলিয়নেরও বেশি মানুষ

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক লোক ইনটারনেটে যুক্ত রয়েছে। ভারতে বর্তমানে ৮০০ মিলিয়নেরও বেশি জনসংখ্যা  ব্রডব্যান্ড ব্যবহার করছে।

ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে রােববার তিনি বলেন, ‘৮০০ মিলিয়ন ভারতীয় ইনটারনেট ব্যবহার করছে বিধায় আমরা বর্তমানে বিশ্বে সর্বাধিক ‘সংযোগ’ ব্যবহারকারী দেশ।’

তিনি বলেন, ৫জি সহ ও বৃহত্তম ব্রডব্যান্ড সংযোগ নেটওয়ার্ক ভারতনেট ব্যবহারকারী রয়েছে ১.২ বিলিয়ন যা বিশ্বব্যাপী ইন্টারনেটের একক সর্বাধিক ব্যবহারের নজির। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, দক্ষিণ গোলার্ধের যেসব দেশ ডিজিটাল অর্থনীতি এবং তাদের শাসন ব্যবস্থায় ভারত মডেল অনুসরণ করে রূপান্তর করতে চায় তাদের জন্য ভারতের দুয়ার উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রণালয়ের সচিব অলকেশ কুমার শর্মা বলেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি একটি অনুকরণীয় স্থানীয় পর্যায়ের সাফল্যের নজির হয়ে ওঠেছে।

তিনি বলেন, ভারত সর্বোত্তম ইন্টারনেট সংযোগের সাথে সাথে সংযোগহীনদের জন্য সংযোগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘ভারত নাগরিকদের গোপনীয়তা, সুরক্ষা, ডেটা এবং নিরাপত্তা নিশ্চিত করে এমন আইন করার দিকেও নজর দিচ্ছে। আমরা আগামী তিন বছরের মধ্যে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’

ইন্ডিয়া ইন্টারনেট গভর্নমেন্ট ফোরাম হচ্ছে ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (ইউএন-আইজিএফ)-এর সাথে যুক্ত একটি উদ্যোগ।

সম্পাদক : অপূর্ব আহমেদ