শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

ট্রমা কাটাতে মাইলস্টোন শিক্ষার্থীদের শাখা বদল বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ

ট্রমা কাটাতে মাইলস্টোন শিক্ষার্থীদের শাখা বদল বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় ট্রমায় থাকা শিক্ষার্থীরা চাইলে অন্য শাখা বা অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবে। এ বিষয়ে প্রতিষ্ঠান পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী।

রোববার বিকেলে কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী এখান থেকে অন্য ক্যাম্পাস বা শাখায় যেতে চায়, তবে অভিভাবকদের বলা হয়েছে—যেখানে খুশি নিয়ে যেতে। তবে এমন জায়গায় নিতে হবে, যেখানে শিক্ষার্থীর বন্ধুবান্ধব আছে, যেন সে মানসিক স্বস্তি পায়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে, তাই পরিচিত পরিমণ্ডলে ফেরানোকে অগ্রাধিকার দিতে হবে।

দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসায় সরকারের ভূমিকার প্রশংসা করে নুরুন নবী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে দক্ষ চিকিৎসক আনা হয়েছে। মানসিক ট্রমা কাটিয়ে উঠতে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অক্ষত বিল্ডিংগুলোতে পাঠদান চলবে, কিন্তু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো ক্লাস হবে না। সরকার তিনটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা ক্ষতিগ্রস্ত ভবন নিয়ে করণীয় ঠিক করবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ