মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান বুধবার সকালে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী।
বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
বিমানটি মুম্বাই থেকে প্রায় এক ঘণ্টা আগে উড্ডয়ন করেছিল এবং বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশগ্রহণের জন্য আসছিলেন অজিত পাওয়ার। দুর্ঘটনার সময় বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া দেখা গেছে, যা নেভাতে উদ্ধারকর্মীরা তৎপর ছিল। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
জরুরি অবতরণের কারণ এখনো স্পষ্ট নয়, কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সদস্য। তিনি শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণের জন্য শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুল বর্তমানে দিল্লিতে রয়েছেন এবং শীঘ্রই পুনেতে যাওয়ার কথা রয়েছে। এই শোকসন্দেশ মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















