আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান।
তিনি বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে।
সুপারিশের পরপরই ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। এ জন্য সাত দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘শূন্য পদের তথ্য সংগ্রহের জন্যও সাত দিনের সময় দেওয়া হবে।
ই-রিকুইজিশন শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য যাচাই-বাছাই শেষ করে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























