বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল

সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটে পুনরায় সাকিব আল হাসানের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিয়েছেন। 


‘অফ স্ক্রিন উইথ সাঈদ জামান’ পডকাস্টে তিনি বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ এবং তার অবস্থানে কোনো সন্দেহ নেই। তবে সাকিবের ফেরার বিষয়ে যদি সরকার থেকে সবুজ সংকেত দেওয়া হয় এবং সবদিক থেকে বিষয়গুলো ঠিক থাকে, আর বোর্ড মনে করে সে সক্ষম, তাহলে তাকে অবশ্যই খেলানো উচিত।


তবে যদি বিষয়টি শুধু লোক দেখানো বা কোনো কিছু ধামাচাপা দিতে করা হয়, তাহলে সেটি না করাই ভালো বলে মত দেন তামিম। তামিম যোগ করেন, একজন ক্রিকেটার হিসেবে সে (সাকিব) এই সম্মান পাওয়ার যোগ্য। তার সঙ্গে এ ধরনের বিষয়, নোংরামি বলব না কিন্তু এ ধরনের স্ট্যান্টবাজি না করলেই ভালো।

সাকিব এবং তামিমের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও তামিম জানান, তাদের মধ্যে কোনো বড় কোনো ঝগড়া বা মনোমালিন্যের স্মৃতি তার নেই। তবে স্বীকার করেন, কিছু ভুল-বোঝাবুঝির কারণে বিষয়টি বাড়িয়ে তোলা হয়েছে, যা বাস্তবে ততটা গুরুতর নয়। বিসিবি এখন এই বার্তাকে গুরুত্ব দিয়ে সাকিবের ফেরার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ