ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হলেও, জুলাইযোদ্ধা এবং নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ বিবেচনায় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও জানান, মনোনয়ন আবেদন ফরম বিক্রির এই প্রক্রিয়া আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। আবেদনপত্র জমা দেওয়ার পর আগামী ১৫ তারিখ মনোনয়ন আবেদনের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দিতে পারবেন।
এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ, অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ, এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















