শনিবার, ২৭ জুলাই, ২০২৪

অলিম্পিক ফুটবলের জন্য ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

ছবি: সংগৃহীত

ফ্রান্সের ফুটবলে এখন প্রতিভার ছড়াছড়ি। গত বিশ্বকাপে ইনজুরি জর্জরিত দল নিয়েই ফাইনাল খেলে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, আন্তইন গ্রিজমানদের কথা বাদ দিলেও ফ্রান্স সমীহ জাগানো দল। সেরা তারকাদের না পেলেও আসন্ন অলিম্পিক ফুটবলের জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে ফ্রান্স।

এবারের অলিম্পিকের আসর বসছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। স্বাগতিক দেশ হিসেবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স এবার অলিম্পিকের ফুটবল ইভেন্টে স্বর্ণ জিততে চায়। সে লক্ষ্যে ফ্রান্স অনূর্ধ্ব ২৩ দলের কোচের দায়িত্ব গত আগস্টে কাঁধে নিয়েছেন কিংবদন্তি থিয়েরি অঁরি। অলিম্পিকের জন্য গতকাল সোমবার (৩ জুন) ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী অঁরি। দলে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলেরা না থাকলেও বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছেন তিনি।

ফ্রান্সের অলিম্পিক দলে আছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজাতে, ক্রিস্টাল প্যালেসের দুই তারকা জ্যা-ফিলিপ্পে মাতেটা এবং মাইকেল ওলিসেও ডাক পেয়েছেন প্রাথমিক দলে। আরও আছেন পিএসজির তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি এবং বায়ার্ন মিউনিখের মাথিয়াস তেল।

অলিম্পিক ফুটবলে এখন পর্যন্ত দুটি পদক জিতেছে ফ্রান্স। ১৯০০ সালে ঘরের মাঠে রৌপ্য এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জয় করে লস ব্লুরা।

অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দল খেলানোর নিয়ম থাকলেও সর্বোচ্চ তিনজন ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। সেই নিয়মেই ফ্রান্স দলে আছেন আলেক্সান্দ্রে লাকাজাতে ও জ্যাঁ-ফিলিপ্পে মাতেটা। অলিম্পিকে ফ্রান্সকে নেতৃত্ব দিতে পারেন গত মৌসুমে অলিম্পিক লিওতে খেলা লাকাজাতে।


অলিম্পিক ফুটবলে ফ্রান্সের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, ওবেদ এনকাম্বাদিও, গুইলামে রেস্টেস, রবিন রাইসার;

ডিফেন্ডার: বাফদে দিয়াকাইতে, ম্যাক্সিম এস্তেভে, ব্র্যাডলি লোকো, ক্যাসিলো লুকেবা, কিলিয়ান সিলদিল্লিয়া। আদ্রিয়েন ত্রুফার্ট, লেনি ইয়োরো;

মিডফিল্ডার: ম্যাগনেস আক্লিঔচে। জরিস চোটার্ড, ডিজায়ার দৌয়ি, মানু কোনে, এনজো মিলোত, খেপরান থুরাম, লেসলি উগোচৌকুও, ওয়ারেন জাইরে এমরি;

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, আরনুদ কালিমুয়েন্দো, আলেক্সান্দ্রে লাকাজাতে, জ্যাঁ-ফিলিপ্পে মাতেটা, মাইকেল ওলিসে ও মাথিয়াস তেল।



সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন