উত্তরের শষ্য ভান্ডারখ্যাত নওগাঁয় হঠাৎ বেড়ে গেছে সব ধরনের সরু চালের দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এ জেলায় পাইকারিতে সরু চালের দাম ১ থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। খুচরা বাজারে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৪-৫ টাকা।
ব্যবসায়ীদের দাবি, সারা বছরের সরু চাল বোরো মৌসুমে উৎপাদিত হয়। যেহেতু বোরো মৌসুম অনেক আগেই শেষ হয়েছে, এ কারণে বোরো ধানের যোগান বাজারে কমে এসেছে। এতে সরু চালের দাম বেড়েছে। ধান-চালের জেলায় চালের দাম বাড়ায় এর প্রভাব পড়তে পারে রাজধানীসহ সারাদেশে।
নওগাঁ পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে ৪-৫ টাকা দাম বেড়ে প্রতি কেজি কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৭৫-৭৬ টাকায়, জিরাশাইল বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়, ব্রিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকা এবং আতপ চাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
দুই সপ্তাহ আগে এ বাজারেই প্রতি কেজি কাটারিভোগ চাল ৭০-৭২ টাকা, জিরাশাইল ৬৪-৬৬ টাকা, ব্রিআর-২৮ জাতের চাল ৫৭-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ধানের ৫১ শতাংশ সরু এবং ২৯ শতাংশ মোটা জাতের ধান উৎপাদন হয়। বাকিগুলো সুগন্ধি জাতের। সরু ধানের আবাদ হয়ে থাকে বোরো মৌসুমে, যা দিয়ে সারা বছর জেলার এবং জেলার বাইরের চাহিদা মেটানো হয়। জেলায় বোরো মৌসুমে প্রায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়।
এদিকে চালের দাম বাড়ায় অস্বস্থিতে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলো। ধান-চালের জেলায় চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। এ অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে চাল আমদানি করার কথাও বলছেন অনেকে।
রাশেদুল হক নামে এক খুচরা চাল বিক্রেতা বলেন, আমরা সরু চাল ঠিকমতো পাচ্ছি না। বেশি দামে চাল কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চালের আমদানি বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, এর প্রভাবও পড়েছে বাজারে। চালের আমদানি শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার এ ব্যাপারে বলেন, পাইকারি মোকামে সরু চালের দাম কেজিতে ১ টাকা থেকে দেড় টাকা বেড়েছে। কারণ বোরো ধানের মজুদ শেষ হয়ে এসেছে। এতে বাজারে সরবরাহ কমে আসায় কাটারিভোগ ও জিরাশাইল ১ হাজার ৭৫০ টাকা থেকে ১ হাজার ৮৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ধানের বাজার বাড়তি হওয়ায় চালের দামও বেড়েছে।
;
বিশেষ প্রতিনিধি | বাংলাবাজার পত্রিকা.কম























