শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 


শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলা বিএনপির এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে দিক-নির্দেশনা দেন।


দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা।


পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।


সম্পাদক : অপূর্ব আহমেদ